কিভাবে ইভেন্ট কিনবেন বা বিক্রি করবেন?

কিভাবে ইভেন্ট কিনবেন বা বিক্রি করবেন?

বিডিইভেন্ট ৩৬০ বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ ইভেন্ট বাই এন্ড সেল অনলাইন প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট নামমাত্র কমিশনের মুল্যে যে কেউ বিক্রি করতে পারবেন। মেলার টিকেট, নিজেদের ইউনিভার্সিটির ট্যুর এর টিকেট, ই-লার্নিং ক্লাসরুম এর লিঙ্ক এবং টিকেট, বিভিন্ন ট্যুর প্যাকেজ, কনসার্ট ছাড়াও নানা ধরনের ইভেন্ট খুব সহজেই বিক্রি করতে পারবেন।

কিভাবে ইভেন্ট বিক্রি করবেন?

১) ইভেন্ট বিক্রি করতে হলে প্রথমেই আপনাকে একটি ভেন্ডর একাউন্ট খুলতে হবে।

২) ভেন্ডর একাউন্ট খুলতে সাইটের নিচে ভেন্ডর এরিয়া চিহ্নিত স্থান থেকে লগিন অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর যথাযথ তথ্য দিয়ে একটি একাউন্ট খুলতে হবে।

৪) প্রোডাক্ট অপশন এ গিয়ে ADD NEW PRODUCT এ ক্লিক করুন

৫) যথাযথ ইনফরমেশন দিয়ে ক্যাটাগরি হিসাবে শুধু ইভেন্ট সিলেক্ট করুন। অন্য ক্যাটাগরি সিলেক্ট করলে আপনার এড পোস্টটি অটো ডিলিট হয়ে যাবে।

৬) এরপর CREATE PRODUCT অপশন এ ক্লিক করলেই আপনার ইভেন্ট পোস্ট হয়ে যাবে।

৭) যদি আরো ইভেন্ট পোস্ট করতে চান তবে CREATE & ADD NEW অপশনটি সিলেক্ট করুন।

কিভাবে ইভেন্ট কিনবেন?

১) ওয়েবসাইটের ওপরের ডানদিকের কর্নারে লগিন অপশনে ক্লিক করে ইউজার হিসাবে রেজিস্ট্রেশন করুন।

২) এরপর স্বাভাবিক ই-কমার্স সাইটের মতই শপিং করুন।

৩) আপনার পছন্দের ইভেন্ট ক্রয় করতে Add To Cart অপশনটি ক্লিক করুন।

৪) অর্ডার প্যানেলে বুঝে নিন আপনার অর্ডারকৃত পণ্যের যাবতীয় তথ্য।

৫) যদি ইভেন্টটি ফিজিক্যাল টিকেট এর হয়ে থাকে তবে ভেন্ডর ৩ কর্মদিবসের মধ্যে আপনার কাছে টিকেট পৌঁছে দেবেন আর যদি ভার্চুয়াল টিকেট হয়ে থাকে তবে ৩ ঘন্টার মধ্যেই আপনি আপনার ইমেইলে আপনার অর্ডারকৃত ইভেন্ট এর তথ্য ও টিকেট পেয়ে যাবেন ।

কি কি সুবিধা পেতে যাচ্ছেন?

ভেন্ডর হিসাবেঃ

১) আমাদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে থাকায় কাস্টমাররা ইজিলি ট্রাঞ্জেকশন করতে পারবেন।

২) কাস্টমাররা নির্ভরতা পাবেন ইভেন্ট অর্ডার করতে।

৩) খুব সহজেই পেমেন্ট উইথড্র করার সুবিধা।

৪) নামমাত্র কমিশনে বিশাল ব্যবসা করার সুযোগ।

৫)নিজস্ব ভেন্ডর প্যানেল থেকে সকল হিসাব দেখার সুবিধা।

কাস্টমার হিসাবেঃ

১) আমরা প্রত্যেক ভেন্ডরকে যাচাই করে এনলিস্ট করে থাকি। তাই নির্ভরতার সাথে ইভেন্ট কেনার সুযোগ রয়েছে

২) ইজি পেমেন্ট গেটওয়ে থাকায় বাসায় বসেই আরামেই নিজের ইভেন্টটি বুকিং দিতে পারবেন।

৩)পেমেন্ট এর সাথে সাথেই পেয়ে যাবেন কনফার্মেশন।

এছাড়াও আরো অন্য যেকোন তথ্যের জন্য কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করুন।

Leave a Reply