১৪৯৯ টাকায় ময়মনসিংহের ৮টি বিখ্যাত স্থান

১৪৯৯ টাকায় ময়মনসিংহের ৮টি বিখ্যাত স্থান

আমাদের Day Trip এর এই ৪র্থ ট্যুরে আপনাদের সবাইকে স্বাগতম।

আসছে ২০ই অক্টোবর শুক্রবার আমরা যাচ্ছি বাংলাদেশের প্রাচীন জেলাগুলোর মধ্যে অন্যতম ময়মমনসিংহ

ভ্রমণ সূচী

আমরা সবাই ২০ই অক্টোবর সকাল সাড়ে ৭ টার মধ্যে আমাদের রিজার্ভ মাইক্রোবাসে তুলে আমরা রওনা দিবো ময়মনসিংহের উদ্দেশ্যে। মাঝে সেড়ে নিবো সকালের নাস্তা। চলবে আড্ডাবাজি আর গানের আসর। আমাদের পোঁছাতে ১১টা বাজবে ।

এরপর আমরা ঘুরবো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মুক্তাগাছা জমিদার বাড়ি শশী লজ আলেকজান্ডার ক্যাসেল গৌরীপুর লজ জয়নুল পার্ক ও ব্রহ্মপুত্র জয়নুল সংগ্রহশালা আনন্দ মোহন কলেজ খরচ

১৪৯৯ টাকা জনপ্রতি। আমরা সর্বোচ্চ ১২ জন নিবো।

তাই অতি স্বত্ত্বর নিজের আসন বুকিং করে নিন। সিট বুকিং করতে বিকাশ করবেন ৫১০ .টাকা।

বুকিং এর শেষ সময় ১৮ অক্টোবর দুপুর ১২টার মধ্যে।

এই খরচের মধ্যে যা থাকছে

রিজার্ভ মাইক্রোবাসে যাওয়া আসা সহ সকল যাতায়াত খরচ

ট্রিপের অন্তর্ভুক্ত স্থানসমুহে প্রবেশ ফি

সকালের নাস্তা দুপুরের খাবার মুক্তাগাছার মন্ডা

ফার্স্ট এইড বক্স এবং

সার্বক্ষণিক বিশুদ্ধ খাবার পানি

যা পাবেন না

উল্লেখিত বিষয়ের বাইরে যে কোন ব্যক্তিগত খরচ।

১; সবার আগে প্রয়োজন ভ্রমনের জন্য সুন্দর একটি মন।

২; গোসল করার সামগ্রী (লুঙ্গি ও গামছা)

৩; মেয়েদের প্রয়োজনীয় কাপড় যা গোসল করতে প্রয়োজন।

৪; সাবান, শ্যাম্পু, গামছা, সানক্রিম।

৫. পাওয়ার ব্যাংক

কিছু নিয়ম মনে রাখবেন

ভ্রমন চলাকালীন যেকোন সমস্যা সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন। সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করবেন। অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা। পরিবেশ নষ্ট হয় অথবা অপচনশীল বস্তু ভ্রমন স্থানে ফেলে আসা যাবে না, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে। মহিলা ও অসুস্থদের অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা থাকতে হবে। >ধূমপান আড়ালে করতে হবে যাতে অধূমপায়ীদের কোন অসুবিধা না হয়। গাজা-মদ বা কোন মাদকের কোন সুযোগ নাই। ধরা পড়লে অপমান করে বিদায় করা হবে। কোন রকম অশালীন বা বিব্রতকর আচরণ করা যাবেনা। পারষ্পরিক সন্মান ও ভদ্রতা বজায় রাখতে হবে।

Leave a Reply